Khoborerchokh logo

উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট । 210 0

Khoborerchokh logo

উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট ।

রনি আহম্মদ
রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের গরিবে নেওয়াজ অ্যাভিনিউয়ের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার দুপুর ২টা ৫০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট।
বিকেলে বিষয়টি  নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, ‘উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১০ তলা একটি ভবনের ছয়তলায় আগুন লেগেছে। খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌঁছায়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আমরা জানতে পেরেছি ছয়তলাতে একটি বাণিজ্যিক অফিস আছে। ওই অফিসে আগুন লেগেছে।’
লিমা খানম বলেন, ‘তবে কীভাবে আগুন লেগেছে তা আমরা এখনো নিশ্চিত হতে পারেনি। কোনো হতাহতের খবরও আমরা জানতে পারেনি। এই ব্যাপারে তদন্ত করে তারপর বিস্তারিত জানা যাবে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com